শুক্রবার, নভেম্বর ২২

ইবিতে রমজানের মাহাত্ম্য শীর্ষক বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের তত্ত্বাবধানে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় রমজানের মাহাত্ম্য শীর্ষক বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ বারোয়ারী বিতর্ক সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। বিচারক হিসেবে ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন সাজ্জাতুল্লাহ শেখ, মডারেটর হিসেবে ছিলেন আসলাম ইবনে আহমাদ ও টাইম কিপার ছিলেন মোঃ শামীম।

বিতার্কিকদের মধ্যে ছিলেন স্বাস্থ্য সুরক্ষায় রমযান বিষয়ে গাজী আনাস, নিয়মতান্ত্রিক জীবন গঠনে রমযান বিষয়ে মোঃ আবু জার, সামাজিক অবক্ষয় রোধে রমযান বিষয়ে মোঃ মাহদী হাসান, দেশ জাতি ও সমাজ গঠনে রমযান বিষয়ে মোঃ শরীফ উদ্দিন আমানুল্লাহ ও রমজান কেন শ্রেষ্ঠ বিষয়ে ছিলেন সৈয়দ ওসমান বিন হাসনাইন। বিতর্কিকগণ তাদের আলোচনায় রমজানের মাহাত্ম্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এইরকম আয়োজন এই প্রথম। যারা এর জন্য শ্রম দিয়েছো কষ্ট করেছো তাদের ধন্যবাদ। রমজানের শিক্ষাকে এভাবে ছড়িয়ে দিতে হবে।

ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, আজকের প্রত্যেকটা বিষয় নিয়ে একটা সেমিনার হওয়া উচিত। প্রত্যেকটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে এর শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *