রবিবার, ডিসেম্বর ১৪

ইবিতে ফলিত রসায়ন বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মামুন আল রশীদ

|| মো. মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সেমিনার কক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজা নবাগত সভাপতির হাতে দায়িত্ব তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, “আজ বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি। তবে বিভাগের কিছু সমস্যা রয়েছে। যেমন: আমাদের বিভাগ রিসার্চভিত্তিক হলেও ফান্ড খুব কম; কেমিক্যাল একবার ব্যবহারযোগ্য হওয়ায় আলাদা বিবেচনার প্রয়োজন। ক্লাসরুম সংকটে সেশনজট তৈরি হয়েছে, শিক্ষকরা উপস্থিত থেকেও ক্লাস নিতে পারেন না—অতএব ক্লাসরুম বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ বিষয়ে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া, শিক্ষার্থীদের টেস্টিমোনিয়াল/অ্যাপিয়ার সার্টিফিকেট সহজ করতে অনলাইন সিস্টেম তৈরি করেছি; যেকোনো স্থান থেকে তারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। সহকর্মীদের সহযোগিতায় বিভাগকে আরও ডিজিটাল করতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সাবেক সভাপতি যিনি ছিলেন তার দায়িত্ব পালনে যে কার্যক্রম পরিকল্পনা অসম্পন্ন রয়েছে গেছে সেটা নবনিযুক্ত সভাপতি সম্পন্ন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হবে এবং বিভাগকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *