বৃহস্পতিবার, অক্টোবর ৯

ইবিতে পরিবেশবান্ধব শাটল কার চালু

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ি চালু করেছে কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রশাসন ভবন চত্বরে ই-কার সার্ভিস উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক শাটল কার চালু করা হয়েছে। কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই ই-কার সার্ভিস চালু করা হয়েছে। চালক ও শিক্ষার্থীরা যেন একে অপরের প্রতি সুন্দর আচরণ করে। রবিবার থেকে শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। সবাই যেন সুবিধা নিতে পারে সেই প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *