মঙ্গলবার, জুলাই ২৯

ইতালিতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ নিহত ৪

ইতালিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন শিশুও রয়েছে। ন্যাপলসের কাছে অবস্থিত দেশটির সাভিয়ানো শহরের একটি বাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছে। গ্যাস বিস্ফোরণের পর দুতলা ভবনটির আংশিক ধসে পড়ে। খবর বিবিসির।

স্থানীয় দমকলের সদস্যরা জানিয়েছেন, দুতলা ওই ভবনটিতে দুর্ঘটনায় এক ছেলে শিশু এবং এক মেয়ে শিশুসহ তাদের দাদি ও মা নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তুপ থেকে ওই শিশুদের বাবা এবং এক নবজাতককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বেশ গুরুতর। তবে নবজাতক শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইতালির ফায়ার সার্ভিসের ভিজিলি দেল ফুওকো জানিয়েছেন, বাবা-মা এবং তিন সন্তান নিয়ে এক দম্পতি ভবনটির একতলায় থাকতেন এবং বয়স্ক একজন নারী ওপরের তলায় থাকতেন।

এক বিবৃতিতে তিনি বলেন, অগ্নিনির্বাপক কর্মীরা বাবা এবং এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে। তাদেরকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত দুই শিশুর বয়স যথাক্রমে ৬ এবং চার বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *