
শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে বাঁধা নেই— দায়িত্বরত উপাচার্য
|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে একই প্লাটফর্মে এসেছেন ক্যাম্পাসের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। এ বিষয়ে দু’দফায় আলোচনা সভা করেছেন তারা। শুক্রবার সন্ধ্যা ও শনিবার দুপুরে পৃথক আলোচনায় শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠিত হয়েছে। তারা ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন। এদিকে শিক্ষার্থীরা একই দাবিতে ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।

জানা যায়, ইকসু গঠনের দাবিতে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিভিন্ন বিভাগের আট জন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে সম্মেলন আয়োজকদের কয়েক দফায় হট্টগোলের সৃষ্টি হলে একপর্যায়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান। পরদিন শুক্রবার সন্ধ্যায় সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ইকসু গঠনের দাবিতে আলোচনা সভা করা হয়। সেখানে শিক্ষার্থীরা ইকসুতে নিয়মিত ছাত্রদের প্রতিনিধিত্ব, সাজিদ হত্যার বিচার, শিক্ষক নিয়োগ, জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারীদের শাস্তি নিশ্চিত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ইকসুতে সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। পরে শনিবার দুপুরে দ্বিতীয় দফায় এ বিষয়ে আলোচনায় বসে শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ‘মুভমেন্ট ফর ইকসু’ কমিটি গঠিত হয়েছে। তারা ইকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অর্গানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। সকলের মতামতের ভিত্তিতে ইকসু বাস্তবায়নের জন্য ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ইকসু বাস্তবায়ন করবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইকসু গঠন নিয়ে কোনো ধরনের টালবাহানা করে তাহলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন করে ইকসু আদায় করবে।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ইকসু গঠনের জন্য দল-মত নির্বিশেষে সকলকেই একই প্লাটফর্মে থাকতে হবে। শিক্ষার্থীরা একই দাবিতে ঐক্যবদ্ধ থাকলে ইকসু গঠনে কোনো বাঁধা নেই। আমরা প্রশাসনের কর্তাব্যক্তি হিসেবে ইকসু গঠনের জন্য যা যা করা লাগে সব কাজ করবো।