
|| আন্তর্জাতিক ডেস্ক ||
মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে ইউক্রেনীয় নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার (৫ মার্চ) সকালে এ বিষয়ে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আজ, আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। তিনি চিঠিতে লিখেছেন, ‘ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত, যাতে স্থায়ী শান্তি আনতে পারে। ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি কেউ চায় না।'” মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া এক ভাষণে ট্রাম্প চিঠিটি উদ্ধৃত করে বলেন।
এর আগে, গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে ট্রাম্পের আলোচনা তিক্ত বাকবিতণ্ডায় ভেঙে যায়।