শুক্রবার, মার্চ ১৪

ইউক্রেন-মার্কিন আলোচনার আগে জেলেনস্কি সৌদি আরব যাচ্ছেন আজ

|| আন্তর্জাতিক ডেস্ক ||

রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার আগে আজ সোমবার (১০ মার্চ) ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে সৌদি আরব যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সময়টি কিয়েভের জন্য ক্রমশ অনিশ্চিত হয়ে উঠছে। আজ সকালে লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে তাদের যুদ্ধকালীন নীতি বদলে ফেলেছে, কিয়েভকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বন্ধ করে সরাসরি মস্কোর সাথে জড়িত হচ্ছে।

জেলেনস্কি মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে যাচ্ছেন, যার নেতৃত্বে সৌদি আরব ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে বিভিন্ন মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে, যার মধ্যে বন্দি বিনিময় এবং গত মাসে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন অন্তর্ভুক্ত।

মঙ্গলবার মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনা—জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে বিপর্যয়মূলক বৈঠকের পর প্রথম সরকারি বৈঠক—একটি দ্বিপাক্ষিক খনিজ চুক্তি এবং যুদ্ধ কীভাবে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধ দ্রুত শেষ করতে চাওয়া ট্রাম্পের চাপে জেলেনস্কি দেখাতে চেষ্টা করছেন যে তারা একই পৃষ্ঠায় রয়েছেন, যদিও কিয়েভ যে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি পায়নি যা যেকোনো শান্তি চুক্তির জন্য অপরিহার্য বলে মনে করে।

এদিকে, জেলেনস্কি বলেছেন, তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনায় অংশ নেবেন না এবং ইউক্রেনীয় প্রতিনিধিদলে তার প্রধান কর্মকর্তা, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং প্রেসিডেন্ট প্রশাসনের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা থাকবেন।

জেলেনস্কি এক্সে একটি পোস্টে বলেছেন, “আমাদের পক্ষ থেকে, আমরা গঠনমূলক সংলাপে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে আলোচনা ও সম্মত হওয়ার আশা করি।”

“বাস্তবসম্মত প্রস্তাব টেবিলে রয়েছে। দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে যাওয়াই মূল বিষয়।” বলেছেন জেলেনস্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *