মঙ্গলবার, জুলাই ২৯

ইউআইটিএস সিএসই বিভাগের কম্পিউটার ল্যাব আধুনিকায়ন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ৫০১ নম্বর কক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য কম্পিউটার ল্যাব এর আধুনিকায়ন করা হয়। ৪৮ টি AI সমৃদ্ধ (Core i7, 12th Generation) আধুনিক কম্পিউটার দিয়ে ল্যাবটি পুনরায় স্থাপন করা হয়, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজ, পরিচালক (আইকিউএসি) ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস ও পরিচালক (আইসিটি সেল) এ.এস.এম শাফি-সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *