বুধবার, মার্চ ১২

ইউআইটিএস আইন বিভাগের বসন্ত বরণ ও পিঠা উৎসব

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগ কর্তৃক আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, আইন বিভাগের বিভাগীয় প্রধান মোছা: আয়েশা সিদ্দিকা, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস-সহ আইন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শিক্ষার্থীদের অভিনব আয়োজন ও অংশগ্রহণে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ার মুখরিত হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে হরেকরকম স্টলে পিঠা ও খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন ও তাদেরকে এরকম সুন্দর আয়োজন করার জন্য প্রশংসা এবং ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *