রবিবার, ডিসেম্বর ৭

ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ( ইউআইটিএস )-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসসি) ইনোভেশন হাব (আইহাব) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)-এর ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রজেক্ট, আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রারম্ভিক পর্যায়ের স্টার্টআপ উন্নয়ন এবং একটি টেকসই উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

রবিবার (৭ ডিসেম্বর) আইসিটি বিভাগে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউআইটিএস-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং আইডিয়া প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব) মুর্তুজা জুলকার নাঈন নোমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসচিব ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং আইডিয়া প্রজেক্টের অপারেশনস টিম লিড সিদ্ধার্থ গোস্বামী। ইউআইটিএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসসি পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাব (আইহাব )-এর ফোকাল পয়েন্ট ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন ।

চুক্তির মাধ্যমে আগামী এক বছরে যৌথ কার্যক্রম, প্রশিক্ষণ, গবেষণা, গ্রান্ট, সক্ষমতা বৃদ্ধি এবং স্টার্টআপ সহায়তা সেবাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই সহযোগিতার আওতায় আইডিয়া প্রজেক্ট এবং ইউআইটিএস আইকিউএসসি ইনোভেশন হাব যৌথভাবে স্টার্টআপ বুটক্যাম্প, প্রশিক্ষণ কর্মশালা এবং সেমিনার আয়োজন করবে, যা উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। ইউআইটিএস আইকিউএসসি আইহাব -এ ইনকিউবেটেড স্টার্টআপগুলো আইডিয়া প্রজেক্টের প্রি-সিড গ্রান্ট প্রোগ্রাম, কো-ওয়ার্কিং স্পেস, আইনি ও জনসংযোগ সহায়তা এবং ফ্যাব ল্যাবের উন্নত প্রোটোটাইপিং সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পাবে। পাশাপাশি, উভয় প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে আইডিয়া একাডেমিক প্রোগ্রাম, ফাউন্ডার মেন্টরশিপ সেশন এবং শিল্পখাতভিত্তিক নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করবে, যা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে। এই কৌশলগত সহযোগিতা বাংলাদেশ সরকারের উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জাতীয় অগ্রাধিকারকে প্রতিফলিত করে এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-গভর্নমেন্ট সহযোগিতার গুরুত্ব বাড়ার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউআইটিএস এবং আইডিয়া প্রজেক্ট উভয়ই আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগ উদীয়মান উদ্যোক্তাদের ক্ষমতায়ন করবে এবং শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের উদ্যোগ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *