বৃহস্পতিবার, নভেম্বর ২১

ইউআইটিএসে “Workshop on Internship and Job Placement” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ-এর উদ্যোগে “Workshop on Internship and Job Placement” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার ঐতিহ্য লিমিটেড-এর চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান।

বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

আমন্ত্রিত অতিথি মোঃ হাফিজুর রহমান বলেন, ট্রাভেল ও ট্যুরিজম সেক্টরটি আমাদের কর্মসংস্থানের জন্য বিশাল একটি ক্ষেত্র। এখানে আমাদের কেরিয়ার গড়ারও সুযোগ রয়েছে। আমাদের দেশে এই সেক্টরটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদেকে দক্ষ উদ্যোক্তা ও কর্মী তৈরি করতে হবে। এ বিষয়ে আমাদের ও সরকারের যে সকল ঘাটতি রয়েছে, তা দূর করতে হবে। তিনি বলেন, চাকুরির এই প্রতিযোগীতার বাজারে ইন্টার্নশিপ করা একজন চাকুরি প্রত্যাশী অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকে। ইউআইটিএসের একজন গর্বিত এলামনাই হিসেবে জানাতে চাই বর্তমানে আমি একটি ট্রাভেল কোম্পানির চেয়ারম্যান। আমাদের কোম্পানিতে ইউআইটিএসের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্টের সুযোগ করে দিতে চাই, যেন তারা এই বিষয়ে দক্ষতা অর্জন করে এই সেক্টরেই কেরিয়ার গড়তে পারে। তিনি আরও বলেন, আমার কেরিয়ারের সফলতার পিছনে ইউআইটিএসের শিক্ষকদের অনেক অবদান রয়েছে এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই অধিবেশনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বিজনেস স্টাডিজ বিভাগের সকলকে ধন্যবাদ জানান।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের আজকের অতিথি এই বিশ্ববিদ্যালয়েরই একজন সফল এলামনাই। তিনি তার কোম্পানিতে আমাদের শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্টের সুযোগ করে দিতে চান, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অতন্ত গর্বের বিষয়। এজন্য তাকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমাদেরকে এই সুযোগগুলো গ্রহণ ও যথাযথ কাজে লাগাতে হবে। তিনি বিজনেস স্টাডিজ বিভাগের সকল শিক্ষক ও ক্লাবের সদস্যবৃন্দকে এই সেমিনার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন। তিনি সকলকে স্বাগত ও সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদেরকে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে দক্ষ হতে হবে। যে যতো বেশি দক্ষতা অর্জন করতে পারবে, সে নিজেকে ততো বেশি ডেভলাপ করতে পারবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও চাই আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে কর্মের দক্ষতা অর্জন ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমে বেশি বেশি অংশগ্রহণ করবে। এক্সট্রা কারিকুলার আমাদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ হতে সাহায্য করে থাকে। তিনি বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাবকে এই সেমিনার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য সেমিনারের আহবায়ক ও বিজনেস স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মোঃ হোসেন মিয়াজী এবং সার্বিক সহযোগীতার জন্য বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিজনেস ক্লাবকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজিদা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *