সোমবার, ডিসেম্বর ২৯

ইউআইটিএসে “সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ক্যাড সেন্টার বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ক্যাড সেন্টার-এর বাংলাদেশ ভিত্তিক মাস্টার ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং ইউআইটিএস-এর মধ্যে “দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিনিময়” বিষয়ক এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর ও “সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম এবং সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যাড সেন্টার বাংলাদেশের সিইও হাসান তারিক।

মূল বক্তার বক্তব্যে হাসান তারিক বলেন, দেশে ও দেশের বাহিরের জব মার্কেটের জন্য দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই। বর্তমান বিশ্বে ইঞ্জিনিয়ারিং শিক্ষার মূল শক্তি হলো ব্যবহারিক জ্ঞান ও সফটওয়্যার-ভিত্তিক দক্ষতা। শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান দিয়ে আজকের প্রতিযোগিতামূলক শিল্প বিপ্লবে টিকে থাকা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের তরুণ প্রকৌশল শিক্ষার্থীদের বৈশ্বিক দক্ষতার সাথে পরিচিত করে তোলা, যা তাদেরকে শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে।

সেমিনারটি ছিল অনন্য সফল একটি আয়োজন, যেখানে অংশগ্রহণ করেন উৎসাহী শিক্ষার্থী, স্নাতক ও পেশাজীবীরা। তারা আধুনিক শিল্প সরঞ্জাম AutoCAD, Revit Architecture, ETABS এবং STAAD.Pro সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
অংশগ্রহণকারীরা শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে আধুনিক নকশা কৌশল, কাঠামোগত বিশ্লেষণ এবং বিল্ডিং ইনফরমেশন মডেলিং (BIM) বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা ও বাস্তব জ্ঞান লাভ করেন, যা তাদের জন্য ছিল অনুপ্রেরণামূলক ও দক্ষতা-বর্ধক অভিজ্ঞতা।
ইভেন্টটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল CADD সেন্টার ও ইউআইটিএস-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, শিল্প সহযোগিতা ও ক্যারিয়ার অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ তারিকুল ইসলাম এই সেমিনারকে সফল করে তোলার জন্য সকল অংশগ্রহণকারী, শিক্ষকবৃন্দ এবং CADD সেন্টারের প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *