সোমবার, নভেম্বর ৩

ইউআইটিএসে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে ৩০ অক্টোবর ২০২৫ খ্রি., বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক ফারহানা সুলতানার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির আসন গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের সহযোগি অধ্যাপক (সার্জারি বিভাগ) ড. তাসনুভা মাহজাবীন।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের সেমিনারের বিষয়টি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমাদের সকলের সচেতন হতে হবে। তিনি বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। যেকোন অসুখ প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। তিনি সেমিনারের মূল বক্তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান। একইসাথে এমন গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য ফার্মেসি বিভাগের ভূয়সী প্রশংসা করেন।

মূল বক্তা তাঁর বক্তব্যে বলেন, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা। তিনি প্রাথমিক অবস্থায় ব্রেস্ট ক্যান্সার সনাক্তকরণ, প্রতিরোধমূলক পদক্ষেপ ও সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সেমিনার শেষে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক সংগীতা দেবনাথ পূজা ও প্রভাষক মোঃ তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান এবং নাত-এ-রাসূল (সা.) পরিবেশন করেন রুবাইয়া সুলতানা দিবা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *