|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করে বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব।
বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।
উপাচার্য আবু হাসান ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্লাব হচ্ছে একটি সংঘ, ক্লাবের মাধ্যমে সমষ্টিগতভাবে কার্য পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো একাডেমিক কাজের পাশাপাশি এক্সট্রা কারিকুলার ও কো-কারিকুলার কার্যক্রম পরিচালনা করে থাকে। একজন সুষ্ঠু, সুন্দর, সামাজিক ও ন্যায়নিষ্টবান মানুষ হতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, নৈতিকতার সাথে একজন আদর্শবান মানুষ গড়ে তোলাই ইউআইটিএস-এর মূল লক্ষ্য। তিনি বিজনেস স্টাডিজ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ক্লাবের সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বিজনেস ক্লাবের নতুন কমিটিকে স্বাগত ও বিদায়ী কমিটিকে শুভকামনা জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন। তিনি সকলকে স্বাগত ও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের অফুরন্ত সম্ভার রয়েছে। আমাদেরকে প্রত্যেকটি জায়গা থেকে সেই জ্ঞান আহরণ করতে হবে। আমাদেরকে দক্ষ হতে হলে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার কার্যক্রমে বেশি বেশি অংশগ্রহণ করতে হবে। এক্সট্রা কারিকুলার আমাদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ হতে সাহায্য করে থাকে। পৃথিবীতে যতবড় জ্ঞানীই হউক না কেন, তার যদি দক্ষতা না থাকে তাহলে সে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। ইউআইটিএস-এর বিজনেস স্টাডিজ বিভাগের বিজনেস ক্লাব অতন্ত দক্ষতার সাথে এক্সট্রা কারিকুলার কার্যক্রম পরিচালনা করে থাকে, এইজন্য তিনি বিজনেস ক্লাবের সকলকে ধন্যবাদ সেই সাথে বিজনেস ক্লাবের নতুন কমিটিকে স্বাগত ও বিদায়ী কমিটিকে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হোসেন রিফাত ও সানজিদা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিজনেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি জয়িতা রাফসান। তিনি নতুন কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী কমিটিকে ধন্যবাদ ও শুভকামনা জানান। বিজনেস ক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সদ্য বিদায়ী কমিটির সম্মানিত সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়। বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য সহকারি অধ্যাপক সুমি সরকার, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক নূর হাছান মাহমুদ খান ও আরিফ হোসেনকে বিশেষ ধন্যবাদ দেন। অনুষ্ঠানটিকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি। পরে বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিজনেস ক্লাবের সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।