
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) কর্তৃক আয়োজিত ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
জমকালো আয়োজনের মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। উক্ত টুর্নামেন্টে সকল বিভাগ থেকে মোট ষোলটি টিম অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের মোট ২৪টি ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে ইংরেজি বিভাগ সিএসই বিভাগকে ১-০ গোলে এবং বিজনেস স্টাডিজ বিভাগ ফার্মেসি বিভাগকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজনেস স্টাডিজ বিভাগকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে ইংরেজি বিভাগ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আল-আমিন (ইংরেজি বিভাগ), সেরা গোলদাতা সোয়েব (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), সর্বোচ্চ গোলদাতা আবতাহি (বিজনেস স্টাডিজ বিভাগ), সেরা গোলকিপার সামিত (বিজনেস স্টাডিজ বিভাগ) এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রূপক (ইংরেজি বিভাগ)। এ সময় উপাচার্য একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন, ড. ফারুক হোসেন, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা আফরিন, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোফাজ্জল হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক মাকসুদা হক, সহকারি অধ্যাপক সারাবান তহুরা, প্রভাষক হোসনে আরা বেগম।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায় এবং প্রভাষক নাফিসা আনজুম। এছাড়াও ইউসেক এর প্রেসিডেন্ট সাকিব সিকদার এবং কো-অর্ডিনেটর মো. শাকিলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফাইনাল ম্যাচ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।