
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ “আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ড্র ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই উন্মোচন অনুষ্ঠিত হয়।
ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।
উক্ত টুর্নামেন্টে সারা দেশের মোট ৩২টি কলেজ অংশগ্রহণ করছে। আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নকআউট ভিত্তিতে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই চার ধাপে। বিজয়ী দল পাবে ১,০০,০০০ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৫০,০০০ টাকা প্রাইজমানি।
উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি টিমের জার্সি উন্মোচন এবং ড্রয়ের মাধ্যমে ফিক্সচার নির্ধারণ করা হয়। যেখানে ৩২টি টিম ৮টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মুস্তাকিম মুবিন এবং না’তে রাসুল (সা.) পরিবেশন করেন মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হবে, যেখানে ফুটবল হবে শুধু প্রতিযোগিতা নয় বরং তরুণদের প্রতিভা বিকাশ, দলগত চেতনা ও খেলোয়াড়সুলভ মনোভাবের প্রতীক। টুর্নামেন্টকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব দায়িত্ব পালন করবে ভলান্টিয়ার হিসেবে।
অনুষ্ঠানের সভাপতি অংশগ্রহণকারী প্রতিটি কলেজের প্রতিনিধি ও খেলোয়াড়দের স্বাগত ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানটি আয়োজন ও সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।