ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক “আউটকাম বেজড এডুকেশন & এক্সেলেন্স ইন টিচিং এন্ড লার্নিং” বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সেমিনারেরআয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আউটকাম বেজড এডুকেশন অনুসরণে শিক্ষণ পদ্ধতি উন্নত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদানের লক্ষ্যে সেমিনারটি আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যলয়ের দশটি বিভাগের মোট ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন সেমিনারটি পরিচালনা করেন এবং সেশনে “আউটকাম বেজড এডুকেশন (ওবিই)” সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা দেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এবং বিজনেস স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শামিমা আক্তার “টিচিং এন্ড লার্নিং পেডাগোজি “সম্পর্কে উপস্থাপন করেন।