
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় এই কর্মশালা ও মহড়ার আয়োজন করা হয়।
অগ্নিকান্ড ও যে কোনো দূর্ঘটনা থেকে মানুষের যানমাল ও সম্পদ রক্ষায় আয়োজিত এই কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ তরিকুল ইসলাম।
উক্ত কর্মশালায় ‘অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, জরুরী বহির্গমন’ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুল হক, সহকারি প্রক্টর মোঃ সাইফুল ইসলাম ও এস, এম, ফারিয়াল হক বাঁধনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ অগ্নি নির্বাপণ মহড়া প্রদর্শন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।