
|| নিজস্ব প্রতিবেদক ||
“ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫”-এ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর চারটি অংশগ্রহণকারী দলের মধ্যে দুটি দল গোল্ড মেডেল এবং সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। এই প্রতিযোগিতাটি ৭ নভেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়।দেশজুড়ে ৪ শতাধিক দল এবং ১৫০০-এরও বেশি উদ্ভাবকের অংশগ্রহণে অত্যন্ত প্রতিযোগিতামূলক এই ইভেন্টে, ইউআইটিএসের দলগুলো সেরা ৮৫ জন জাতীয় ফাইনালিস্টের মধ্যে নিজেদের স্থান করে নেয়।
পুরস্কার বিজয়ী এই দলগুলো আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি কম্পেটিশন / ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬ -এ তাদের জায়গা নিশ্চিত করেছে। এই বৈশ্বিক প্রতিযোগিতাটি ২৮-৩১ জানুয়ারি, ২০২৬ ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত হবে।
উদ্ভাবন ও গবেষণার প্রতি অঙ্গীকারের মাধ্যমে অর্জিত এই অসাধারণ সাফল্যের ফলে “Team Three Zero” এবং “Team SOUND VISION” উভয়ই ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর আন্তর্জাতিক রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছে। তারা ২৬ সালের ২৮-৩১ জানুয়ারি, ২০২৬ ইন্দোনেশিয়ার বান্দুংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
পদক বিজয়ী দলসমূহের পরিচিতি:
গোল্ড মেডেল: টিম “Three Zero”
সদস্যবৃন্দ: মোঃ ইব্রাহীম, শারমিন এমা, ফারহানা মেহজাবিন তুষ্টি, আসিফ মুনতাসির সিফাত।
অনারেবল মেনশন: টিম “SOUND VISION”
সদস্যবৃন্দ: ইশরাক উদ্দিন চৌধুরী, কাজী মোঃ আজহার উদ্দিন আবীর, ফাহিমা আবিদা চৌধুরী, সুমাইয়া বিনতে ইসলাম, আব্দুল মোমেন সাফিন।
ইউআইটিএস তার গোল্ড মেডেল বিজয়ী দলকে ১৭ নভেম্বর, ২০২৫ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, এবং আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সফায়েত হোসেন। এই অর্জন শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে ইউআইটিএসের অঙ্গীকারকে আরও সুপ্রতিষ্ঠিত করল।
