সোমবার, জুলাই ২৮

ইউআইটিএসের বিজনেস স্টাডিজ বিভাগে শরৎকালীন প্রি-অরিয়েন্টেশন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের শরৎকালীন সেমিস্টার ২০২৫ (৬০তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের প্রি-অরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির উদ্যোগে আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। নিজেকে সংকীর্ণ করার কোনো স্থান বিশ্ববিদ্যালয়ে নেই। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আগামী চার বছরের শিক্ষাজীবন শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এক্সট্রাকারিকুলার কার্যক্রমের মাধ্যমে বাস্তব জীবনমুখী দক্ষতা অর্জন করতে হবে এবং অনেক কিছু শিখতে হবে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যেন ভবিষ্যতে বাস্তব জীবনে কার্যকরভাবে প্রয়োগ করতে পারো এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস স্টাডিজ বিভাগের প্রভাষক নূর হাছান মাহমুদ খান।

অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্যরা হলেন- বিজনেস স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক রাবেয়া বসরী, প্রভাষক মো: মেহেদী হাসান, প্রভাষক মো: সিরাজুম মুনির, প্রভাষক মোঃ আল মামুন স্বাধীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক খাদিজা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ কুতুবউদ্দিন নাহিদ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাইয়্যেবা আফরোজ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সকল শিক্ষক ও বিজনেস ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিজনেস ক্লাবের সদস্যরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *