সোমবার, জুলাই ২১

ইউআইটিএসের ফার্মেসি বিভাগে শরৎকালীন নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগে শরৎকালীন সেমিস্টার ২০২৫ (২৪তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের প্রি-অরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও যার যার ধর্মের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তা ভাবনার বিকাশ নিজেদেরই করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ইউআইটিএসের ফার্মেসি বিভাগ দক্ষ ও আদর্শবান ফার্মাসিস্ট তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি ফার্মেসি বিভাগের সকলকে ধন্যবাদ জানান। সেইসাথে নবীন শিক্ষার্থীদের স্বাগত এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের প্রভাষক জনাব সংগীতা দেবনাথ পূজা ও প্রভাষক জনাব মোঃ তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ্ আল নোমান, নাত-এ-রাসূল পরিবেশন করেন রুবাইয়া সুলতানা দিবা, পবিত্র গীতা পাঠ করেন ফাল্গুনী দেবনাথ প্রিয়া এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লিজা আক্তার মোনালিসা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সকল শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *