
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অ্যাপ ফোরাম’র উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় শিক্ষার্থীদের একটি দল মাইক্রোসফ্ট’র বাংলাদেশ অফিস গতকাল পরিদর্শন করে।
একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতা ও সংযোগ স্থাপন এবং ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করার জন্য জন্য এই ইন্ডাস্টি সফরের আয়োজন করা হয়। ইউআইইউ সিএসই বিভাগ, ডেটা সায়েন্স বিভাগ, BASIS স্টুডেন্টস ফোরাম ইউআইইউ চ্যাপ্টার এবং ইউআইইউ অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (UIU AURA) ক্রু’র থেকে মোট ২৩ জন শিক্ষার্থীর একটি দল পরিদর্শন করে।
পরিদর্শনের সময় ব্যবসা এবং চাকরির উপর AI -এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করেন মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটানের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি ডিরেক্টর মো: ইউসুফ ফারুক। এছাড়াও তিনি AI এজেন্ট ডেভেলপমেন্ট, MLOps এবং AI গভর্নেন্সে সুযোগগুলি তুলে ধরেন। মাইক্রোসফট বাংলাদেশের ক্লাউড ডেটা এবং AI সিকিউরিটি লিড ফারজানা আফরিন তিশা মাইক্রোসফটের 360° প্ল্যাটফর্মসহ কোপাইলট, পাওয়ার প্ল্যাটফর্ম, Azure AI এবং এন্টারপ্রাইজ সিকিউরিটি সলিউশন শিক্ষার্থীদের ঘুরে ঘুরে দেখান। মাইক্রোসফট ইমাজিন কাপ এবং মাইক্রোসফট ফর স্টার্টআপস ফাউন্ডার্স হাবের মতো সুযোগগুলিও শিক্ষার্থীদের দ্বারা কল্পনা করা হয়েছিল।
এই পরিদর্শন শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি ইন্ডাস্ট্রি কাজের বাস্তব ধারনা এবং উদ্যোক্তা হওয়া বা চাকুরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও একাডেমিয়া-ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার পথ প্রশস্ত করবে।