শুক্রবার, এপ্রিল ৪

“ইউআইইউ মার্স রোভার” যুক্তরাষ্টে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মার্স রোভার” দল মার্স সোসাইটি দ্বারা আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ এর ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে, যা আগামী ২৮-৩১ মে ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহ’তে বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে। মার্স সোসাইটি প্রতিবার ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) বিশ্ববিদ্যালয় স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ এই রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

এই বছরের প্রতিযোগিতাটি ছিল তীব্র প্রতিযোগিতামূলক, যেখানে ১১৪ টি দল প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এর মধ্যে থেকে ৭৬ টি দল এসএআর প্যাকেজ জমা দেয়। সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ (এসএআর)-এ ১০০ এর মধ্যে ৯২.৫৩ নম্বর অর্জন করে “ইউআইইউ মার্স রোভার” দল ফাইনাল রাইন্ডের জন্য নির্বাচিত হয়। দলটির সরাসরি তত্ত্বাবধানে ছিলেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আবিদ হোসাইন।

দলটি রোভার সহ তাদের উন্নত প্রযুক্তি মার্স রোভার সিস্টেম নিয়ে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ -এর ফাইনাল রাউন্ডে ইউআইইউ ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ইউআইইউ’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া’র পৃষ্ঠপোষকতা এবং সকলের অনুপ্রেরণা দলকে প্রতিযোগীতার চুড়ান্ত রাউন্ডে তাদের সেরাটা প্রদর্শন করতে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *