বৃহস্পতিবার, নভেম্বর ২১

ইউআইইউতে স্টার্টআপ বিজনেস প্ল্যান প্রতিযোগীতা: লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ শুরু

|| নিউজ ডেস্ক ||

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) সম্প্রতি ফ্ল্যাগশিপ স্টার্টআপ বিজনেস প্ল্যান প্রতিযোগিতা – লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ শুরু হয়েছে। প্রতিযোগিতাটি বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) অধীনে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিইআইইডি) ও ইউআইইউ এর যৌথ তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের সহায়তায় ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) এর মাধ্যমে পরিচালিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) অধীনে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট’র (ডিইআইইডি) প্রকল্প পরিচালক জনাব আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউআইইউ এর ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক)-এর পরিচালক প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন, মিত্রো এবং ক্লুডিও-এর সহ-প্রতিষ্ঠাতা জনাব কিশওয়ার হাশেমী, এলিভেট পে’র (ওয়াইসি ২০২২) প্রতিষ্ঠাতা জনাব তানভিরুল ইসলাম, অ্যান্টোপলিস’র প্রতিষ্ঠাতা জনাব শিহান রহমান, ওয়াইজারগেটস’র সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা জনাব মো: রেফায়েত চৌধুরী, ভি২ টেকনোলজিস’র ব্যবস্থাপনা পরিচালক এবং এক্স’র সিওও জনাব দ্রাবির আলম এবং ফিনলে লিমিটেড’র জেনারেল ম্যানেজার জনাব আদনান খান।

লঞ্চপ্যাড প্রোগ্রামের অধীনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০০ এরও অধিক শিক্ষার্থী নিয়ে প্রতিযোগীতার বিস্তারিত তথ্য প্রদান বা পরিচিতিমূলক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। যার মাধ্যমে প্রতিযোগীতা সম্পর্কে বিবরণ, প্রতিষ্ঠিত স্টার্টআপের সাফল্যের গল্প, পরামর্শকদের কথা এবং সহকর্মীদের সাথে যোগাযোগের নানা বিষয় তুলে ধরা হয়।

প্রধান অতিথি দেশে উদ্যোক্তা বানানোর সম্ভাবনার প্রতি তাঁর আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের এই উদ্যোগ তরুণ মনকে উদ্ভাবনী চিন্তা করতে এবং আমাদের দেশের অর্থনীতির যথাযথ বৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ তার প্রথম রাউন্ডে, ১৫ অক্টোবর ২০২৪-এর মধ্যে অনলাইন পোর্টালে স্টার্টআপ বিজনেস প্ল্যান জমা দেওয়ার জন্য দেশব্যাপী আহ্বান জানিয়েছে। এ থেকে ১৫ টি দল নির্বাচিত হবে যারা পরবর্তীতে ১৬ সপ্তাহের উদ্ভাবন মেন্টরশিপ পাওয়ার জন্য দ্বিতীয় রাউন্ডে যাবে। এরপর, তৃতীয় রাউন্ডে তারা গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতাতে নিজ নিজ আইডিয়া উপস্থাপন করে প্রি-সীড তহবিল জেতার জন্য সরাসরি প্রতিযোগীতা করবে। প্রোগ্রামটি সকল বাংলাদেশী বিশেষত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং প্রাক্তন ছাত্রদের জন্য উন্মুক্ত। স্টার্টআপ বিজনেস প্ল্যান জমা দেওয়া ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করা যাবে https://uihp.org ওয়েবসাইটে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *