
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-তে “রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ” শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) “চতুর্থ শিল্প বিপ্লব এবং ভবিষ্যত সমাজ: পরিবর্তনশীল প্রযুক্তির পরিবর্তনশীল প্রভাব” শীর্ষক একটি বিশেষ সেমিনারের মাধ্যমে ইউআইইউ ক্যাম্পাসে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিদ্যা বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক এবং আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো এম জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন, ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স’র ডিন প্রফেসর ড. হামিদুল হক, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার এবং ইউআইইউ’র রেজিস্ট্রার ড. মোঃ জুলফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ’র ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের পরিচালক প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অধ্যাপক এম জাহিদ হাসান বিশেষ সেমিনারটি পরিচালনা করেন। তিনি বলেন, আগামী বিশ্বের অন্যতম শক্তিশালী বিষয় হবে কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রযুক্তি থেকেই মানুষের জীবন ও কাঠামো গড়ে উঠেছে। এটি প্রযুক্তিতে পরিবর্তিত হওয়ার পর, প্রযুক্তিকেও শক্তিশালী করেছে। এছাড়াও তিনি সেমিনারে এআই, কোয়ান্টাম বিজ্ঞান এবং অন্যান্য বৈজ্ঞানিক অগ্রগতির প্রভাব নিয়ে আলোচনা করেন।
প্রফেসর এম. জাহিদ হাসান ২৮০ টিরও বেশি পিয়ার-রিভিউ জার্নাল নিবন্ধ লিখেছেন যা পদার্থ বিজ্ঞান, কোয়ান্টাম ম্যাগনেটিজম, আল্ট্রাফাস্ট এবং ন্যানোস্কেল কোয়ান্টাম ইত্যাদি গবেষণার ক্ষেত্রে অনেক বেশি। তিনি স্ট্যানফোর্ডের এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটরের পাশাপাশি লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরিতে কাজ করেছেন এবং ২০২০ আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন দ্বারা আমেরিকান কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন ফেলোশিপ “ফর লিডারসীপ ইন দ্যা ফিল্ড অব ফিজিক্সেস” অর্জন করেছেন এবং ২০১৪ থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বৈজ্ঞানিকের তালিকায় তালিকাভুক্ত।
সভাপতির বক্তব্যে ইউআইইউ উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া বলেন, নতুন প্রযুক্তিগুলোর সাথে আমাদের সংযুক্তি বাড়াতে হবে। ইউআইইউ উদ্ভাবনে জোর দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা দেশ এবং মানবজাতির জন্য কল্যাণকর কাজ করতে চাই। সেজন্য আমরা গবেষণা বাড়াতে কাজ করছি।
অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অথিতিরা উপস্থিত ছিলেন।