
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||
গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ার সর্বস্তরের জনসাধারণের বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (৯ মে) জুম্মার নামাজের পর সারা দেশের মত বগুড়া জেলাতে ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলো রাজপথে নেমে আসে।
বগুড়া সাতমাথা থেকে শুরু করে রানার প্লাজার হয়ে ঘোড়া পট্টি দিয়ে বগুড়া জজ কোর্ট এসপি অফিস ডিসি অফিসসহ ডিসির বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে। সময় বাড়ার সাথে সাথে রাজপথে হাজারো জনতার ঢল নেমে আসে।
বগুড়া সাতমাথাতে ইসলামি দলগুলো, ছাত্র জনতা এবং সকল পেশাজীবী মানুষেরা অংশগ্রহণ করে। এ সময় রাস্তা অবরোধ করে সমাবেশ ও মিছিল করে।
মফিজ পাগলার মোড় থেকে জামাত-ছাত্রশিবির রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে বগুড়ার জজ কোর্টের ঘোড়া পট্টি মোড়ে অবস্থান নেয়। এবং রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে আন্দোলন করতে থাকে। তাদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছেড়ে বাসায় যাবে না এবং রাস্তা অবরোধ কর্মসূচি চলমান থাকবে।
বগুড়ার ডিসির বাসভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। রাজপথ অবরোধ করে স্লোগানের মুখরিত গরে তোলে। দাবি একটায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং ২৪ এর শহীদদের বিচার দ্রুত কার্যকর করতে হবে।