
|| নিজস্ব প্রতিবেদক ||
সারা দেশে শীতের আমেজ শুরু হতেই এবার তীব্র শীত ও ঘন কুয়াশা নিয়ে বড় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনে তাপমাত্রা ধাপে ধাপে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশজুড়ে জেঁকে বসতে পারে হাড়কাঁপানো শীত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার জেলাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট বাড়বে বলে জানানো হয়েছে। কুয়াশার কারণে দিনের বেলাতেও অনেক স্থানে সূর্যের দেখা মেলা ভার হতে পারে, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়া সারা দেশে ছড়িয়ে পড়ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রাতের তাপমাত্রা কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার তীব্রতা এতটাই বেশি হতে পারে যে, বিমান চলাচল, নৌযান এবং সড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই সংশ্লিষ্টদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরের জেলাগুলোতে ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। অধিদপ্তরের মতে, এই পাঁচ দিনের সময়সীমার শেষ দিকে দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। শীতের এই হঠাৎ বৃদ্ধিতে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগবালাইয়ের ঝুঁকি বাড়ায় স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির এই পরিবর্তনের ফলে কেবল জনজীবন নয়, কৃষি খাতের ওপরও কুয়াশার প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
