শনিবার, জুলাই ১৯

আসছে গানচিল মিউজিকের নতুন পার্টি সং-‘ময়না’

|| বিনোদন ডেস্ক ||

‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’-এর মতো জনপ্রিয়, মজার ও নাচের ছন্দে ভরা গান দিয়ে আলোচনায় এসেছে গানচিল মিউজিক। আবারও নতুন এক মিউজিক প্রজেক্ট নিয়ে হাজির প্রতিষ্ঠানটি। জনপ্রিয় গীতিকার আসিফ ইকবালের কথায়, সুরকার আকাশ সেনের সুরে এবং কোনাল ও নিলয় ডি রকস্টারের কণ্ঠে তৈরি হয়েছে নতুন একটি পার্টি সং-‘ময়না’।

সম্প্রতি গানের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনাল একটি ছবির সঙ্গে লেখেন ‘#ময়না’, যা পরে শেয়ার করেন গীতিকার আসিফ ইকবাল, কলকাতার সুরকার আকাশ সেন এবং শিল্পী নিলয়। ছবির ক্যাপশনে প্রশ্ন তোলা হয়- ‘কোনালই কি ময়না?’ এরপরই নিশ্চিত হওয়া যায়, এটি একটি নতুন গানের প্রচারণা।

‘ময়না’ গানটি প্রকাশ পাচ্ছে আগামী ২৪ জুলাই। এটি ‘গানচিল’-এর নতুন দশ গানের বিশেষ প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’-এর প্রথম গান।

নতুন এই গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, “এটি আমার লেখা প্রথম ‘লাভবার্ড টাইপ’ গান। আমরা বলতেই পারি- এটা বাংলাদেশের প্রথম ‘ফার্স্ট লাভবার্ড সং’। মানে, ময়না হচ্ছে ভালোবাসার পাখি, সেই ভাবনা থেকেই গানটি লেখা। আমি সাধারণত রোমান্টিক ও সিরিয়াস ধরনের গান লিখি, তবে এবার ভিন্ন কিছু করে দেখলাম।”

সুরকার আকাশ সেন বলেন, এটি মজার, ক্যাচি ও একদম পারফেক্ট ড্যান্স নাম্বার। গানটি কতটা আলাদা, তা সবাই বুঝবেন প্রকাশের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *