রবিবার, ডিসেম্বর ৭

আল-আজহারের প্রখ্যাত আলেম ড. আহমেদ ওমর হাশেমের ইন্তেকাল

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

ইসলামি বিশ্বের অন্যতম বরেণ্য আলেম ও চিন্তাবিদ ড. আহমেদ ওমর হাশেম আর নেই।
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) ভোরে কায়রোতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

ড. আহমেদ ওমর হাশেম ছিলেন ইসলামী মধ্যপন্থার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজীবন কুরআন ও সুন্নাহর শিক্ষা প্রচার এবং সমাজে ভারসাম্যপূর্ণ ইসলামী দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।

১৯৪১ সালের ৬ ফেব্রুয়ারি মিশরের শারকিয়া গভর্নরেটে জন্ম নেন ড. হাশেম। ১৯৬১ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূল আল-দীন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬৭ সালে হাদীস ও এর বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি, ১৯৬৯ সালে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।দীর্ঘ একাডেমিক জীবনে তিনি ১৯৮৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

ড. হাশেম দীর্ঘ সময় ধরে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আরব ও ইসলামী প্রতিষ্ঠানে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।তিনি ১৯৯৫ সালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি ইসলামিক রিসার্চ একাডেমি, ইসলামিক অ্যাফেয়ার্সের সুপ্রিম কাউন্সিল, পিপলস অ্যাসেম্বলি ও শুরা কাউন্সিলের সদস্য ছিলেন।

১৯৯২ সালে সামাজিক বিজ্ঞানে রাষ্ট্রীয় প্রশংসা পুরস্কার পান এবং তাঁর অসামান্য বৈজ্ঞানিক ও দাওয়াতি অবদানের স্বীকৃতিস্বরূপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি তাঁকে বিজ্ঞান ও শিল্পকলার প্রথম শ্রেণীর পদক প্রদান করেন।

ড. আহমেদ ওমর হাশেম ইসলামী গবেষণা, বিশেষ করে নবী করিম (সা.)-এর সুন্নাহ ও হাদীস বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন। তাঁর গবেষণা আরব ও ইসলামী গ্রন্থাগারে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক সম্মেলন, গবেষণা সভা ও পিয়ার-রিভিউ করা জার্নালে প্রবন্ধ উপস্থাপন করেছেন। ২০১২ সালে তিনি আল-আজহারের সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রথম গঠনে সদস্য হিসেবে নির্বাচিত হন।

আজ দুপুরের নামাজের পর আল-আজহার মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নেওয়া হবে শারকিয়া গভর্নরেটের বানি আমের গ্রামের হাশেমাইট স্কয়ারে, যেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

আজ বানি আমের গ্রামে এবং বৃহস্পতিবার কায়রোতে শোকসভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *