শুক্রবার, অক্টোবর ১০

আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ১০ম শাহাদাতবার্ষিকী আজ

বেসরকারি টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ১০ম শাহাদাতবার্ষিকী আজ (২৭ আগস্ট)। ২০১৪ সালের এই দিনে রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে বেশ কয়েকজন যুবক পরিবারের সদস্যদের জিম্মি করে গলা কেটে হত্যা করে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলা পুলিশের তিনটি ইউনিট তদন্ত করে। হত্যাকাণ্ডের ১০ বছরে আটজন তদন্ত কর্মকর্তার হাত বদল হয়েছে। বর্তমান মামলাটির তদন্ত সংস্থা সিআইডি এখনো অভিযোগপত্র জমা দিতে পারেনি। মামলার তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়নি। মামলার তদন্ত নিয়ে বরাবরই হতাশা প্রকাশ করেছে নুরুল ইসলাম ফারুকীর পরিবার।

ফারুকীর ছেলে ফুয়াদ আল ফারুকী পরিবারের পক্ষ থেকে তার পিতার মামলাটি বিশেষ নির্দেশনায় পুনরায় তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া চালু করতে আর্জি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *