|| মাওলানা মো. ওমর ফারুক, আরবী প্রভাষক, সাঁথিয়া, পাবনা ||
আলিম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো, সর্বাগ্রে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের উদ্দেশ্যে পরামর্শ স্বরূপ কিছু লিখছি।
ডিগ্রী/অনার্স-মাস্টার্স বা বিভিন্ন ডিপ্লোমা করার চেয়ে ক্লাস করে কিতাব পড়ে ফাজিল ও কামিল করো, পাশাপাশি এখন থেকেই বাংলা, ইংরেজি, অংক, সাধারণ জ্ঞান, আইসিটি, বিজ্ঞান এসব বিষয় বেসিক মূল টেক্সট ও বাজারের যেকোনো একটা প্রকাশনির গাইড কিনে পড়তে থাকো, অবশ্যই ফাজিল-কামিল পাস হতে হতে তোমার একটা স্থানে জব হবে, ইন শা আল্লাহ্ ।
অনার্স-মাস্টার্স দিয়ে যা হবে, ফাজিল-কামিল দিয়ে তার চেয়ে বেশি কিছু হচ্ছে হবে ইন শা আল্লাহ্। শুধু বেসিক ঠিক করতে হবে। ইলমি, আমলি যোগ্যতা এবং লেবাছুত তাকাওয়া থাকলে ধর্মীয় কাজ করতেও পারবে ইন শা আল্লাহ্ ।
ফাজিল-কামিল পড়ার পাশাপাশি হালাল পথে তোমার দক্ষতা বাড়াও এবং উপার্জনে মন দাও এতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইন শা আল্লাহ।
হাজার বার বলতে চাই, একাডেমির পাশাপাশি হালাল উপার্জন এবং ইলম আমলে গুরুত্ব দাও এবং লেবাছুত তাকাওয়ার সাথে তাকাওয়ার জেন্দেগি অনুসরণ করলে অবশ্যই জীবন সুন্দর হবে।
ইন শা আল্লাহ।
লেখক: মাওলানা মো. ওমর ফারুক, আরবী প্রভাষক, বোয়াইলমারী কামিল মাদ্রাসা, সাঁথিয়া, পাবনা।