বৃহস্পতিবার, এপ্রিল ১৭

আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ের দ্বিতীয় তলাস্থ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে, স্কুলের সহকারী শিক্ষক আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলানা আয়ুব আমিরী, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুোৎসাহী সদস্য সায়েম চৌধুরী, ডা: হেলাল উদ্দিন, মামুনুল ইসলাম, সেলিম উদ্দীন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক প্রথম আলো লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক কাইছার হামিদ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এবছর এই স্কুল থেকে বালক শাখায় এসএসসি পরীক্ষায় বসবে ৩৮ জন।

বক্তারা বলেন, তোমাদের সফলতা তখনই যখন তোমরা পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে অন্য জায়গায় গিয়ে আচরণে এই স্কুলের সম্মান অক্ষুন্ন রাখবে, সেখানেই মূলত আমাদের স্বার্থকতা।

উল্লেখ্য, এ বছর পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। তন্মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।

১৬ মার্চ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *