
|| আব্দুল হামিদ সরকার ||
আমার মন যেতে চায় সোনার মদিনায়,
জিয়ারত করবো আমি রাসুলের রওজায়।
আমার মন যেতে চায় বাইতুল্লাহ কাবাঘরে,
হেথায় নামাজ পড়বো আমি পাক কোরআন পড়ে।
আমার মন যেতে চায় হযরত আসয়াদে,
চম্বুন আমি করবো তথায় অপরুপ স্বাদে।
আমার মন যেতে চায় আরাফাত ময়দানে,
রাসুলের বাণী শুনেছিলো হেথায় প্রতি জনে জনে।
আমার মন যেতে চায় হেরা পর্বতের গুহায়,
ধ্যানেরত থাকতেন রাসুল যেথায় ওহী নাজিল হয়।
স্বপ্ন আমি রেখেছি পুষে কবে আসবে সেইদিন,
আল্লাহর সৃষ্টি রহস্যময় আসমান ও জমিন।
নবীকে সালাম করবো আমি দিল উজাড় করে,
দিবা নিশি ভাবি আমি সুমিষ্টি ভোরে।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২২ ফেব্রুয়ারি, ২০২৫।