রবিবার, আগস্ট ২৪

“আমার মন যেতে চায়”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||

আমার মন যেতে চায় সোনার মদিনায়,
জিয়ারত করবো আমি রাসুলের রওজায়।

আমার মন যেতে চায় বাইতুল্লাহ কাবাঘরে,
হেথায় নামাজ পড়বো আমি পাক কোরআন পড়ে।

আমার মন যেতে চায় হযরত আসয়াদে,
চম্বুন আমি করবো তথায় অপরুপ স্বাদে।

আমার মন যেতে চায় আরাফাত ময়দানে,
রাসুলের বাণী শুনেছিলো হেথায় প্রতি জনে জনে।

আমার মন যেতে চায় হেরা পর্বতের গুহায়,
ধ্যানেরত থাকতেন রাসুল যেথায় ওহী নাজিল হয়।

স্বপ্ন আমি রেখেছি পুষে কবে আসবে সেইদিন,
আল্লাহর সৃষ্টি রহস্যময় আসমান ও জমিন।

নবীকে সালাম করবো আমি দিল উজাড় করে,
দিবা নিশি ভাবি আমি সুমিষ্টি ভোরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *