|| মোঃ আব্দুল হামিদ সরকার ||
কুলকুল স্রোতের ধ্বনি,
যমুনা পাড়ের গ্রামখানি।
গাছের ছায়ায় লতা পাতায়,
ইতিহাসের স্মৃতির খাতায়।
কৃষক শ্রমিক তাঁতি জেলে,
সম্প্রীতির ছায়ায় দোলে।
শিল্প সাহিত্যের লতানো শিকড়,
কোকিল ডাকা মিষ্টি ভোর।
লাউ গাছের বাড়ন্ত ডগা,
পাখা ঝাপটায় বিলে বগা।
দুর্বাঘাসের পতিত জমি,
সহাবস্থানের উর্বর ভূমি।
আম্র মুকুলের ছড়ানো ঘ্রাণ,
নেচে উঠে সকলের প্রাণ।
বধূর আঁচলে কুড়ানো আম,
সে আমারই জন্মভূমি দেলুয়া গ্রাম।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২১ জানুয়ারি, ২০২৫।