
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬শে জুলাই দেশব্যাপী দ্বিতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল চারটায় সিরাজগঞ্জ জেলা শহরের দরগা পট্টি জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সম্মানিত আমির মাওলানা শাহিনুর আলম। তিনি তার বক্তৃতায় বলেন, ৩৬ শে জুলাইয়ের স্বাধীনতার স্বাদ আপনার কাছে মনে হবে না। কারণ ১৭ বছর দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ছিলেন এবং গ্রেফতারের ভয়ে ভারতে পালিয়ে ছিলেন। আপনার কর্মীরা যারা ধান ক্ষেতে পাট ক্ষেতে কষ্টে জীবন-যাপন করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন দ্বিতীয় স্বাধীনতার সাধ কতটুকু আনন্দের। জামায়াতের সমর্থন নিয়ে বারবার নির্বাচিত হয়েছেন আবারো সেই ফ্যাসিবারদের ভাষায় কথা বলছেন। এবার জনগণ আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম। শিবিরের শহরের সভাপতি ছাত্রনেতা শামীম রেজা সদর থানা জামাতের আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।