|| মো. নুরুল হুদা ||
আনাচে-কানাচে শত্রু ঘোরে
বিভেদে পড়ে কেন রই?
চুন খেয়ে জিব পুড়েছি
ভয় লাগে খেতে দই!
শত্রু দমনে ঐক্য দরকার
ভয়-সংকোচ ঝেড়ে নেই,
স্বদেশ প্রেমে ব্যাকুল হয়ে
বিবেধ-বিচ্ছেদ ঝেড়ে দেই।
এক দেশ এক জাতি
শত্রু তুমি হুঁশিয়ার,
ভ্রাতৃত্ব মোদের সীসাঢালা
শক্তি মজবুত দুর্নিবার।
ভাঙ্গনের সুর যত বাজাও
মেলবন্ধনে নেই ঘাটতি,
ঐক্যের শক্তি তাড়াবে সব
আছে যত অন্যায়-দুর্নীতি।
শত্রুর জাল বিছানো মাঠে
সুযোগ নেই অবকাশের,
বিবাদে সুখ পেলে সবাই
কি দোষ দেই আকাশের!
লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ৯ জানুয়ারি, ২০২৫ খ্রি.।