
|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
বরিশালের বানারীপাড়ায় মানবিক চিকিৎসক ডা. ফাহিম আরিফ, যিনি স্থানীয়ভাবে “অসহায়দের ২০০ টাকার ডাক্তার” নামে পরিচিত, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বেচ্ছাসেবী সংগঠন আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিসে সৌজন্য সফরে যান। সফরকালে তিনি সংগঠনের চলমান ‘আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচি’-এর জন্য নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং পরে সংগঠনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
জানা যায়, ডা. ফাহিম আরিফ একজন দক্ষ ও উচ্চশিক্ষিত চিকিৎসক, যিনি নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) সমাপ্ত করেছেন, পাশাপাশি ডায়াবেটোলজি এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ইন মেডিসিনের প্রশিক্ষণ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে আন্তর্জাতিক চিকিৎসা শিক্ষা সম্পন্ন করেছেন। এর আগে তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছর দায়িত্ব পালন করেছেন, যেখানে তার সততা ও দক্ষতা স্থানীয় মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত।
প্রসঙ্গত, বানারীপাড়ার রায়েরহাটে তাজমিন ওপিডি সেন্টার-এ প্রতি শুক্রবার মাত্র ২০০ টাকায় রোগী দেখেন। এ কারণে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত হয়েছেন “অসহায়দের ২০০ টাকার ডাক্তার” হিসেবে।
পরিদর্শন শেষে মতবিনিময় সভায় ডা. ফাহিম বলেন, “আত-তাওহীদ অর্গানাইজেশনের সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করি। প্রতিবন্ধী ও দুস্থ মানুষের কল্যাণে সংগঠনের প্রতিটি পদক্ষেপ সত্যিই অনুপ্রেরণামূলক। আমি সবসময় এই ধরনের মানবিক কাজে পাশে থাকার চেষ্টা করব।”
অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আছিবুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই ডা. ফাহিম আরিফ আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর সৃজনশীল দিকনির্দেশনা ও সহায়তায় সংগঠনটি এগিয়ে এসেছে। এজন্য আমরা তাকে সম্মানের সাথে ‘চিফ এডভাইজার’ হিসেবে উল্লেখ করি।”
এ সভায় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, যুব বিভাগের সদস্য রাকিব, প্রেসক্লাব সদস্য হাফিজুর রহমান এবং আত-তাওহীদ অর্গানাইজেশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক পলাশ হাওলাদার, দফতর সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, আইটি বিষয়ক সম্পাদক সাজিদ বিল্লাহ এবং সাংবাদিকতা বিষয়ক উপ-কমিটির সদস্য নাইম মৃধা।
স্থানীয়রা বলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েও একজন চিকিৎসক নিজের সময় ও জ্ঞান সমাজের কল্যাণে উৎসর্গ করা খুবই বিরল। তার কর্মকাণ্ড নতুন উদাহরণ স্থাপন করছে এবং আত-তাওহীদ অর্গানাইজেশনের সমাজসেবামূলক উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করবে।