বুধবার, ডিসেম্বর ২৪

আট দফা দাবিতে দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

আট দফা দাবি আদায়ের আন্দোলনে পাবনায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ইনস্টিটিউটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে খুলনা–যশোর মহাসড়কের দৌলতপুর অংশ প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিল শেষে দৌলতপুর আকাঙ্ক্ষা টাওয়ারের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ, শেখ তাজ আহমেদ তামিম, পাপন বিশ্বাস, সজল শিকদার, জান্নাতুল ফেরদৌসী, ইয়ামিন হোসেন ও সাকিব হোসেন।

সমাবেশে বক্তারা পাবনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি; উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি ও নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা; কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসন; কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীনতা থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গঠন।
এছাড়া সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সহকারী পদ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম ১০ম গ্রেডের বেতন কাঠামো বাস্তবায়ন, শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা (ইন্টার্নি) প্রদান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করার দাবিও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *