রবিবার, আগস্ট ২৪

আজ জাতীয় ভোটার দিবস, বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ

|| নিউজ ডেস্ক ||

আজ রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ শ্লোগানে দেশে সপ্তমবারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উদযাপনে কেন্দ্রীয়ভাবে ও মাঠপর্যায়ে কর্মসূচির আয়োজন হয়।

আজ সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধনী আনুষ্ঠানে তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

এর আগে, দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন।

গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ কার্যক্রমে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন। নিবন্ধন শেষে তারাও ভোটার তালিকায় যুক্ত হলেন।

এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীসহ জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

২০১৮ সালের ২ এপ্রিল ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছর ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *