বৃহস্পতিবার, অক্টোবর ৯

আগে তত্ত্বাবধায়ক বোঝেন নাই এখন পিআর বুঝছেন না সময় হলে এটাও বুঝবেন -অধ্যাপক জাহিদুল ইসলাম

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

আগে মানুষ তত্ত্বাবধায়ক বোঝে নাই, আর এখন পিআর পদ্ধতি বুঝছে না; তবে সময় হলে এটাও বুঝবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় সংগঠনের সিরাজগঞ্জ শহর শাখার টনিক নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় বাহির গোলা গুড়ের বাজারে এক নির্বাচনী মত মবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আপনারা আগে তত্ত্বাবধায়ক সরকারও বোঝেন নাই, এখন বলছেন পিআর আমরা বুঝি না। পিআর খায় না গায়ে মাখায় সময় আসলে এটাও বুঝবেন, মানুষ সহজে বোঝে না।

তিনি আরো বলেন, পিআরে নির্বাচন হলে আপনারা নমিনেশন বাণিজ্য করতে পারবেন না, ভোট দখল করতে পারবেন না, স্বৈরাচার হতে পারবেন না, যার কারণে আপনাদের কাছে পিয়ার পছন্দ নয়। কারণ আপনাদের উদ্দেশ্য চাঁদাবাজি করা, সন্ত্রাস করা, কেন্দ্র দখল করা, যেটা পিয়ার পদ্ধতি হলে করা সম্ভব নয়। এদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ।

প্রফেসর অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাহেবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন।দ শহর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ এবং সেক্রেটারি মোস্তফা মাহমুদসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। সভায় আগামী নির্বাচনে সবাইকে যোগ্য প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলামকে দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *