মঙ্গলবার, জুলাই ১

আকাশে ওড়া জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

|| নিউজ ডেস্ক||

নিজের তৈরি উড়োজাহাজে আকাশে ওড়া মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার (২৮) পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বুধবার (৫ মার্চ) দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান শিবালয় উপজেলার জাফরগঞ্জে জুলহাস মোল্লার সঙ্গে দেখা করেন। তাকে প্রেরণা জোগাতে এ সময় ৫০ হাজার টাকা অর্থসহায়তা দেন তারা।

বিএনপির নেত্রী আফরোজা খানম বলেন, নিজের উদ্ভাবনী শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে উড়োজাহাজ তৈরি করেছেন তরুণ জুলহাস। এ ধরনের গবেষণামূলক কাজে তাকে উৎসাহিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা জুলহাসের পাশে দাঁড়িয়েছেন।

জুলহাস বলেন, ‘আমার এই উড়োজাহাজ এত মানুষ দেখবে, তা কল্পনাও করিনি। তারেক রহমান স্যার অর্থসহায়তা দিয়ে আমাকে প্রেরণা জুগিয়েছেন। তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। কীভাবে বাণিজ্যিকভাবে উড়োজাহাজ তৈরি করা যায়, সে বিষয়ে আমি কাজ করতে চাই।’

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জুলহাস জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজে চড়ে উড়ে বেড়ান। জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার তৈরি উড়োজাহাজ ও উড়োজাহাজ উড্ডয়নের দৃশ্য দেখতে সেখানে আসেন। স্থানীয় হাজারো উৎসুক লোকজনও তা দেখতে সেখানে ভিড় করেন।

জুলহাস বলেন, তিন বছর গবেষণা এবং এক বছর সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে। সব মিলিয়ে প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে উড়োজাহাজটি তৈরিতে। অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে উড়োজাহাজটির অবকাঠামো তৈরি। ৭ হর্সপাওয়ার শক্তিসম্পন্ন পানির পাম্প ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *