
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামীলীগ শুধু ফ্যাসিবাদি সরকারই ছিল না; এরা ইতিহাসকে মুছে দিতে ছিল পারদর্শী। গত ১৭ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। ওরা মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে ছিল। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কাজিপুর উপজেলা মাঠে আয়োজিত উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, সারা দেশের ন্যায় কাজিপুরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সিরাজগঞ্জ ও কাজিপুরকে গড়তে যারা অবদান রেখেছিল, সেই প্রয়াত আসাদুল্লাহ সিরাজী, আব্দুল্লাহ আল-মামুন, কাজিপুরের ইউনুস তালুকদার, আব্দুল খালেককে তারা হত্যা করেছিল। আওয়ামীলীগের হাত পূর্ব থেকেই রক্তে রঞ্জিত। তারা ৭১-এর আগে ও পরের ইতিহাস মানুষকে জানতে দেয়নি।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র রাজশাহী বিভাগের আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রকে ধ্বংস করেছিল।তাই আজ সময় হয়েছে সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি বেগম রুমানা মাহমুদ, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান প্রমুখ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটি, রুমানা মোর্শেদ কনক চাঁপা এবং জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটি, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, অমর কৃঞ্চ দাস, মোস্তফা নোমান আলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, নূর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর পূর্বে মঞ্চে জেলা জাসাস শিল্পীদের কন্ঠে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।
এ বিশাল জনসভায় কাজিপুর উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে, প্লে-কার্ড, ফেস্টুন, ধানের শীর্ষ নিয়ে ট্রি-শার্ট পড়ে রাস্তায় শ্লোগানে শ্লোগানে মুখরিত করে বিভিন্ন ইউনিট হতে মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হয় এবং সাধারণ জনতা জনসভায় অংশ গ্রহণ করে।