
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
আইন-শৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মানিকগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই ) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা বিএনপি’র পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খালপার বিজয়স্মরণি এসে শেষ হয়।
এ সময় নেতারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা এতো খারাপ যে, মানুষের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে, দেশে চাঁদাবাজ, ছিনতাই, খুন এ যেন নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে। তাই প্রশাসনের প্রতি আহ্বান করে বক্তারা বলেন, দ্রুত মানুষের নিরাপত্তা দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনুন। পরে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মিছিলটি সমাপ্তি ঘোষণা করা হয়।