
|| ডাঃ আনোয়ার সাদাত ||
অহংকারী ব্যক্তিরা নিজেদের সম্পর্কে অতিরিক্ত ধারণা পোষণ করেন এবং অন্যদের ছোট করে দেখেন। এটি তাদের মধ্যে আত্মঅহমিকা তৈরি করে যা তাদের অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয়।
আল্লাহ বলেন, “আর জমীনের উপর গর্বভরে চলো না। আল্লাহ কোনো আত্ম অহংকারী দাম্ভিক মানুষকে ভালোবাসেন না। সূরা লুকমান -১৮
রাসুল ( স.) বলেছেন,
অহংকারী ও অহংকারের মিথ্যা ভানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। -(আবু দাউদ)
তাই আসুন, অহংকার পরিত্যাগ করে আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করি।
লেখক: আলোকিত দৈনিকের নিজস্ব প্রতিবেদক (খুলনা)।