বৃহস্পতিবার, অক্টোবর ৯

অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে পানছড়ি বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।

বুধবার (২৭ আগস্ট) সকালে পানছড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন। এসময় তিনি অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর খোঁজ খবরও নেন।

অনুদান হিসেবে ৯ জন অসহায়কে নগদ ৩১ হাজার টাকা, ১৪ জনকে ১৯ বান টিন, ৫ জন অসহায় দুঃস্থ নারীকে ৫টি সেলাই মেশিন এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড ও ২টি টেবিল প্রদান করা হয়।

অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বিজিবি কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় ৩ বিজিবি-র উপ অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েশ, ক্যাপ্টেন ডাক্তার নাইমুল মুশরিক নাইম, সহকারি পরিচালক আব্দুল মতিনসহ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *