
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারীজ বিভাগের শিক্ষার্থীরা। সোমবার ( ৫ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়।
এসময় অগ্রানোগ্রাম বাস্তবায়নের দাবি জানিয়ে ফিশারীজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান রিতু বলেন, ফিশারিজ বিভাগের গ্র্যাজুয়েটদের জন্য ২০১৫ সালে ৩৯৫টি পদ বরাদ্দ করা হয়েছিল এবং অর্গানোগ্রাম সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও এটি এখনও বাস্তবায়ন হয়নি। ফলে যোগ্যতাসম্পন্ন অনেক শিক্ষার্থী বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা আমাদের ন্যায্য ৩৯৫টি পদের বাস্তবায়ন চাই।
১০ বছর ধরে কাঙ্খিত পদ থেকে পিছিয়ে আছে মন্তব্য করে ফিশারীজ বিভাগের শিক্ষার্থী মাহবুবা বলেন, আমাদের জন্য ৩৯৫টি পদ প্রস্তাব করা হয়েছিল, সেই পদগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজ রাজপথে। সারাদেশের ফিশারিজ গ্র্যাজুয়েটরা একজোট হয়ে এই আন্দোলনে নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য।
এসময় ফিশারীজ বিভাগের শিক্ষার্থী ওবায়দুল হাসান বলেন, ফিশারিজ ডিগ্রিটি মাছের জন্য নয়, এটি একটি বিশেষায়িত বিজ্ঞানভিত্তিক ডিগ্রি। ২০১৫ সালে আমাদের জন্য যে ৩৯৫টি পদ সৃজিত হয়েছিল, এখন পর্যন্ত তার বাস্তবায়ন আমরা দেখিনি। যেহেতু এই পদগুলো আমাদের জন্যই তৈরি করা হয়েছে, সেহেতু দ্রুত তার বাস্তবায়ন ও কর্মসংস্থানের নিশ্চয়তা চাই।
এসময় ফিশারীজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জান্নাতুন নাইমের সঞ্চালনায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।