সোমবার, নভেম্বর ৩

অবাধ নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানিকগঞ্জ জামায়াতের স্মারকলিপি প্রদান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই জাতীয় সনদ” বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপিটি প্রদান করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট আনোয়ার হোসেন।

এর আগে মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও পেশাজীবীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। অতীতের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, “দিনের ভোট রাতে” নামক প্রহসনের পুনরাবৃত্তি ঠেকাতে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।

স্মারকলিপিতে জামায়াতে ইসলামী যে ৫ দফা দাবি উপস্থাপন করেছে, তা হলো—
১. আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ” জারি ও গণভোটের আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. বিগত সরকারের সকল জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

জেলা জামায়াতের মতে, এই ৫ দফা দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

জেলা নেতৃবৃন্দ অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *