মঙ্গলবার, জানুয়ারি ১৩

অবশেষে ২৪ ঘন্টা পর দুধকুমার নদীতে পাওয়া গেলো হাফেজ সাজিমের লাশ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে ডুবে হাফেজ সাজিম (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৬ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। দুইদিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে তার লাশ নদীতে ভেসে উঠতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুরাতন বাজার এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের একমাত্র ছেলে হাফেজ সাজিম তিন বন্ধুর সঙ্গে বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি ঘাটে গোসল করতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সাজিমের বন্ধুরা নদী থেকে উঠে আসলেও সাজিমের কোনো খোঁজ পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। শনিবার দিনভর চেষ্টার পরও সাজিমের সন্ধান মেলেনি। আজ রোববার সকাল থেকে আবারো উদ্ধার তৎপরতা শুরু করা হয়।আজ কুড়িগ্রাম ডুবুরি দলের সাথে যুক্ত হয় রংপুর ডুবুরি দল। অবশেষে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ স্থানের প্রায় দুই কিলোমিটার দূরে আয়নালের ঘাট এলাকায় রংপুর থেকে আসা ডুবুরি দল ও স্থানীয় মাঝীদের জালে আটকে নদীতে ভেসে ওঠে সাজিমের লাশ।

সাজিমের মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাজিব মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার অকাল মৃত্যু সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *