
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছেন লিয়াকত আলী লাকী।
সোমবার (১২ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন লিয়াকত আলী লাকী।
জানা গেছে, রবিবার (১১ আগস্ট) দুপুরে অনুগত কয়েকজন কর্মকর্তা নিয়ে লিয়াকত আলী লাকী শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করেন। এতে ছাত্র-জনতা ক্ষুব্ধ হন এবং তাদের ধাওয়া করেন। স্লোগান তোলেন লাকীর পদত্যাগের। এ কারণে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এরপরই আজ সোমবার (১২ আগস্ট) হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তিনি।
২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পান লিয়াকত আলী লাকী। গত বছরের ২৯ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয়। শিল্পকলার ইতিহাসে তিনিই দীর্ঘ সময়ের মহাপরিচালকের।