|| নিজস্ব প্রতিবেদক ||
অবশেষে পদত্যাগ করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা আলোকিত দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তারিখে আমাকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হয় এবং সে-অনুসারে অদ্যাবধি আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকি।
অসুস্থতাজনিত কারণ উল্লেখ্য করে পদত্যাগ পত্রে তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর তারিখ পূর্বাহ্ণে ব্যক্তিগত ও অসুস্থতাজনিত কারণে আমি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদ হতে পদত্যাগ করলাম। বর্ণিত অবস্থায়, আমার প্রার্থিত পদত্যাগ পত্র গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি।
আবুল কালামের পদত্যাগে আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সন্তুষ্টি প্রকাশ করেছে।